জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেন,এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে তারা নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নিউ সেনপাড়ায় শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকে জাপা চেয়ারম্যান বলেন,‘ভোট দিতে পেরে আমি আনন্দিত। এখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। কোথাও কোনও অনিয়ম নেই। কোথাও কোনও গোলমাল হওয়ার আশঙ্কাও নেই।
লক্ষাধিক ভোটের ব্যবধানে লাঙ্গল প্রার্থী জয় লাভ করবে এমন দাবিও করেন এইচ এম এরশাদ।
আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭