চার দফা দাবিতে রংপুর বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
বেলা সাড়ে ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে আরও ১০টি অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছেন।
চার দফা দাবির মধ্যে আলাদা মেডিকেল বোর্ড গঠন, ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা প্রদান, উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া চালু করা। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা।
আজকের বাজার/আরজেড