রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ মে) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি দাঁড়িয়ারপাড় এলাকা থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম লিমন বাবু (৩)। লিমন একই গ্রামের লাল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, রোববার সকাল ১০টার দিকে লিমন বাবু বাড়ি থেকে বের হয়ে পাশে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় সে আর বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি শুরু করে পরিবার। প্রথমে তার মা রহিমা বেগম মনে করেছিল বাড়ির আশপাশের কোথাও অন্য শিশুদের সঙ্গে হয়তো সে খেলছিল। ওই সময় বাড়ির আশেপাশে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে প্রতিবেশিরা শিশুটিকে বাড়ি থেকে সামান্য দূরে একটি আম বাগানের পাশে ভুট্রা ক্ষেতের ভেতর পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জামির আহম্মেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার অন্তত এক ঘণ্টা আগে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।
এলাকাবাসীর ধারণা, শত্রুতাবশত কেউ হয়তো শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাজার/একেএ