রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চৌরেরবিল এলাকায় চাঁদনী খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
রোববার (৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
চাঁদনী আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে রামনাথপুর ইউনিয়নের চৌরেরবিল এলাকার দেলওয়ার হোসেনের মেয়ে। ওই ছাত্রী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিনের ন্যায় গত রোববার স্কুলে যায়। সে ওইদিন দুপুরে ছুটি নিয়ে বাড়িতে ফিরে। সন্ধ্যায় সবার অজানতে বিষপান করে। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, লাশ রংপুরে রয়েছে। প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যার করেছে ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান বলেন, মেয়েটি লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী ছিল। কখনও স্কুল বাদ দেয়নি। তার আত্মহত্যায় আমরা শোকাহত।
আজকের বাজার/একেএ