ওজন মাপক যন্ত্র বাটিখারার আঘাতে স্ত্রী আরফিনা (২০) নিহত হয়েছেন।
রোববার স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে স্বামী শরিফুল ইসলাম ওজন মাপক যন্ত্র বাটখারা দিয়ে আরিফিনার মাথায় আঘাত করে।আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরফিনার মৃত্যু হয়।ঘটনার পর থেকেই আরিফুল পলাতক রয়েছে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজকের বাজার/আরজেড