জেলার পীরগঞ্জ থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চগাড়ী ও বড়দরগা ইউনিয়নের গুর্জিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার রোজবাহাপুর গ্রামের মৃত বাবলু চন্দ্রের ছেলে বাবু চন্দ্র, ধনশালা গ্রামের খোকা শেখের ছেলে রেজাউল শেখ, গুর্জিপাড়ার শফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী রোজিনা বেগম।
অভিযানকালে ২ কেজি গাঁজা ও ২০ লিটার চোঁলাই মদ এবং এক হাজার লিটার চোলাই মদ তৈরীর কাঁচামাল উদ্ধার করা হয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আ্উয়াল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়েরের পর আজ শুক্রবার তাদের রংপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান