রংপুরে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত বিতরণ

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বুধবার রাত ১০টায় রংপুর সদর পাগলাপীর এলাকায় ৪৫৫ জন শীতার্ত অসহায় ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এসব কম্বল বিতরণ করেন। এ সময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট এবং রংপুর জেলা শাখা, উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান