রংপুরে হিন্দুপল্লীতে হামলা বিএনপির পরিকল্পনায়: হাছান

রংপুরে হিন্দুপল্লীতে হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। তার দাবি, বিএনপির পরিকল্পনায় এই হামলার ঘটনা ঘটেছে।

২০ নভেম্বর সোমবার রাজধানীতে এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এই অভিযোগ করেন। মওলানা ভাষানীর ৪১তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আলোচনার আয়োজন করে ন্যাপ ভাসানী ঐক্যজোট।

গত ১০ নভেম্বর রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুপল্লীতে হামলার কথা উল্লেখ করে হাছান বলেন,আপনারা (বিএনপি) সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী, রংপুরের হামলা আপনাদের পরিকল্পনার অংশ। সংখ্যালঘুদের ওপর করে দেশে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন আপনারা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতির পর নাগরিক সমাবেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করে হাছান।

গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হয়। সেদিন সকালে ফখরুল অভিযোগ করেছিলেন, এই সমাবেশে যোগ দিতে নগরবাসীকে বাধ্য করা হয়েছে। স্কুল থেকে শিক্ষার্থীদের জোর করে বাসে করে আনা হয়েছে, ব্যাংক কর্মীদেরকেও বেতন কাটার ভয় দেখিয়ে যোগ দিতে বাধ্য করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন,মিথ্যা বলারও একটা সীমা আছে, বেকুবের মতো মিথ্যাচার করবেন না। আপনার মিথ্যাচার সকলের কাছে ধরা পড়েছে।

‘গত ১৮ নভেম্বর নাগরিক সমাবেশ করা হয়। সেখানে নাগরিক সমাজের ব্যক্তিরা বক্তব্য দেয়ন ব্যাপক মনুষ উপস্থিত ছিল। এই সমাবেশের জন্য কোন জায়গায় চিঠি দেয় হয় নাই, অথচ সেদিন তিনি বললেন স্কুলে ছাত্রছাত্রীদের নাকি বাসে তোলা হচ্ছে।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে হাছান মাহমুদ বলেন,আপনারাই ৭ মার্চের ভাষণ ২১ বছর নিষিদ্ধ করেছিলেন, ভাষণ বাজাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেই ক্যাসেট জব্দ করত। আপনারা যতদিন ক্ষমতায় ছিলেন ভাষণ বাজাতে পারিনি আমরা। আজ জাতিসংঘ স্বীকৃতি দেয়ায় আপনাদের গালে চপেটাঘাত পড়েছে।

বিএনপির ‘ইচ্ছা’ ‘অভিলাষ’ পূরণের জন্য কোন নির্বাচনকালীন সরকার হবে না মন্তব্য করে হাছান বলেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে।’

ন্যাপ ঐক্য জোটের আহবায়ক এম এ ভাসানীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

আজকের বাজার:এলকে/এলকে ২০ নভেম্বর ২০১৭