রংপুর ফাউন্ড্রি ও এএমসিএল প্রাণের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ডারি ও এএমসিএল প্রাণের লভ্যাংশ  বুধবার ১০জানুয়ারি বিতরণ করা হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 রংপুর ফাউন্ডারির নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে আজ পাঠানো হবে। অন্যদিকে এএমসিএল প্রাণের লভ্যাংশ গতকাল মঙ্গলবার বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।একই দিনে কোম্পানি দুইটির ফোলিওহোল্ডারদের লভ্যাংশ কোম্পানির রেজিস্ট্রেড অফিস প্রাণ-আরএফএল সেন্টারে বিতরণ করা হবে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে পারবে না, তাদের লভ্যাংশ আগামীকাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে রংপুর ফাউন্ডারি ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর প্রাণ ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আজকের বাজার:এ্সএস/১০জানুয়ারি ২০১৮