রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড তরা হয়েছে কুতুবদিয়ায় ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভবনা নেই।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মান্নার উপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নি¤œচাপটি দুর্বল হয়ে নি¤œচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল এবং গুরুত্বহীন হয়ে পড়ছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বড় একটি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
সন্ধ্যা ০৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৮ মিনিটে।