রংপুর বিভাগ সাংবাদিক সমিতি’র নতুন কমিটির অভিষেক

ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এ অভিষেক হয়।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংরক্ষিত আসনের এমপি কাজী রোজী, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধান, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ডিআরইউ-এর সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, আরডিজেএ’র বিদায়ী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, বিদায়ী সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপু, সাবেক সভাপতি জাকারিয়া মুক্তা, মুফদি আহমেদ, নতুন সভাপতি মহসীনুল করিম লেবু ও সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরডিজেএ‘র সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক নেতারা নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। শিল্পী আরিফ চৌধুরী পলাশ, দেওয়ান আকরাম মাহমুদ, হোসনে আরা রিমা ও সাজেদ ফাতেমী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।

আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭