রংপুর রাইডার্সকে জরিমানা

একেএস বিপিএল ২০১৭ আসরের ২৪তম ম্যাচে রুদ্ধশ্বাস শেষ ওভারে আসরের অন্যতম পরাশক্তি ঢাকা ডায়নামাইটসকে নাটকীয়ভাবে ৩ রানে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আরোহণ করছে রংপুর রাইডার্স। বর্তমান শিরোপাধারীদের বিপক্ষে দুর্দান্ত জয়ের দিন জরিমানার কবলে পড়তে হলো রংপুর রাইডার্সকে।

ঢাকার বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে রংপুরের অধিনায়ক মাশরাফি মুর্তজাসহ গোটা রংপুর রাইডার্সকে জরিমানা করেছে ম্যাচ অফিসিয়ালরা।
শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকার বিপক্ষে শেষ দিকে বল করতে বেশি সময় নেয় রংপুর। যার ফলে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হয় দলটি। এর খেসারত হিসেবে ম্যাচ শেষে জরিমানা করা হয় গোটা দলকে। এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালরা জানান নির্ধারিত সময়ে খেলা শেষ করতে ২ ওভার পিছিয়ে ছিল রংপুর।
এর ফলে বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৫.১ ধারা ভঙ্গ করে রংপুর। যার ফলে ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফিকে ম্যাচ ফির ৪০ শতাংশ ও দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করে ম্যাচ অফিসিয়ালরা। প্রসঙ্গত বিসিবির কোড অব কন্ডাক্টের এই ধারায় প্রতি ওভারের জন্য অধিনায়ককে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের বাকি সদস্যদের ১০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। বিধান মোতাবেকই তাই মাশরাফিদের দেওয়া হয় এই সাজা।
ম্যাচ শেষে মাশরাফি স্লো-ওভার রেটের বিষয়টি স্বীকার করে নিয়ে সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে কোন শুনানির প্রয়োজন হয়নি। উল্লেখ্য, মাশরাফিকে ও রংপুর রাইডার্সকে দুই অন-ফিল্ড আম্পায়ার রিয়াজ উদ্দিন ও আনিসুর রহমানের পাশাপাশি তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলি খান ও ম্যাচ পরিচালনার কাজে নিয়োজিত চতুর্থ আম্পায়ার মনিরুজ্জামান টিংকু মিলে এই সাজার রায় দিয়েছেন।
প্রসঙ্গত, হাই ভোল্টেজের এই ম্যাচে রংপুরকে জরিমানার মুখোমুখি হতে হলেও তাকে ছাপিয়ে গেছে পরাশক্তিদের বিপক্ষে তাদের জয়ের প্রাপ্তি। কেননা এই জয়ের সুবাদে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে আরোহণ করার পাশাপাশি জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবে ফিরতে সক্ষম হয়েছে মাশরাফিবাহিনী।
আজকে বাজার: সালি / ২২ নভেম্বর ২০১৭