বিপিএল এর পঞ্চম আসরে মোট অংশগ্রহণ দল সাতটি। এর মধ্যে বিগ বাজেটের তারকাবহুল দল গড়ে সবার নজর কেড়েছে রংপুর রাইডার্স। এবারের আসরে রংপুর রাইডার্সের এন্টারটেনমেন্ট পার্টনার হল দেশের স্বনামধন্য এন্টারটেনমেন্ট বেসড প্রাইভেট রেডিও ষ্টেশন, রেডিও একাত্তর ৯৮.৪ এফএম। শ্রোতাদের মাঝে এন্টারটেনমেন্টের মাধ্যমে রংপুর রাইডার্সের পাশে থাকাই এর মূল লক্ষ্য।
গত শুক্রবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার, কনফারেন্স রুমে রংপুর রাইডার্স ও রেডিও একাত্তর ৯৮.৪ এফএম মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের সিইও, ইশতিয়াক সাদেক ও রেডিও একাত্তর ৯৮.৪ এফএম এর ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত শেষে রেডিও একাত্তর ৯৮.৪ এফএম এর ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ রহমান বলেন, এইবারের বিপিএল এ রংপুর রাইডার্সের পাশে থাকতে পেরে রেডিও একাত্তর পরিবার খুবই আনন্দিত । রেডিও একাত্তর রংপুর রাইডার্সের জন্যে চিয়ার-আপ করবে এবং রংপুর রাইডার্সকে নিয়ে রেডিও একাত্তর বিপিএল চলাকালীন বেশ কিছু আনন্দদায়ক অনুষ্ঠান শ্রোতাদের জন্যে উপহার দিবে।
উল্লেখ্য, রেডিও একাত্তর ৯৮.৪ এফএম ইতিমধেই রংপুর রাইডার্সের থিম সং প্রতি ঘণ্টায় পরিবেশন করছে। রেডিও একাত্তর ৯৮.৪ এফএম মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণির দেশবাসীর জন্যে অনুষ্ঠান প্রচার করে আসছে। বিপিএল এর মত এতো বড় আসরের বিগ বাজেটের দল, মাশরাফির অধিনায়কের রংপুর রাইডার্সের এন্টারটেনমেন্ট পার্টনার হয়ে রেডিও একাত্তর ৯৮.৪ এফএম গর্বিত। দেশবাসীর জন্যে আনন্দের মাধ্যমে কাজ করতে পারাই হচ্ছে রেডিও একাত্তর ৯৮.৪ এফএম এর মূল ব্রত।
উক্ত অনুষ্ঠানে রেডিও একাত্তর ৯৮.৪ এফএম এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রেডিও একাত্তর ৯৮.৪ এফএম এর সিনিয়ার প্রোগ্রাম প্রডিউসার তাঞ্জিম উল ইসলাম। তাঞ্জিম বলেন, ফেসবুক লাইভের মাধ্যমেও রেডিও একাত্তর রংপুর রাইডারসের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। দেশ বিদেশের দর্শক ও শ্রোতারা সহজেই রেডিও একাত্তরের ফ্যান পেজে যুক্ত থেকে ইভেন্টের অংশগ্রহণ উপভোগ করতে পারবেন।
আজকের বাজার : সালি / ৩০ অক্টোবর ২০১৭