রংপুর সিটিতে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে

রংপুর সিটি নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁও এ নির্বাচন কমিশন সচিবালয়ে রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ মানুষই ভোট দিয়েছেন। এটা মডেল নির্বাচন। এখানে আমরা যে বিষয়গুলো প্রয়োগ করতে চেয়েছিলাম সেসব বিষয়ে সার্থক হয়েছি। ভবিষ্যতের নির্বাচনে আমরা আরও উন্নত ব্যবস্থা নিয়ে আসতে চাই।

আজকের বাজার: বি / ২১ ডিসেম্বর ২০১৭