রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত ১২টায়। আর তাই শেষ মুহূর্তের প্রচারণায় আওয়ামী লীগ, বিএনপি, জাপাসহ অন্যান্য দলের প্রার্থী এবং দলের কেন্দ্রীয়-স্থানীয় নেতাকর্মী-সমর্থকরা নিজেদের পক্ষে রায় নিতে মরিয়া হয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ।
২০৩ কিলোমিটার আয়তনের রংপুর সিটিতে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হতে পারে আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির কাওসার জামান বাবলার মধ্যে।
তবে এবার জাতীয় নির্বাচনের আগে রংপুরে ভোটের মাঠকে সেমিফাইনাল হিসেবে দেখছে আওয়ামী লীগ। এই নির্বাচনে নৌকাকে হারিয়ে সরকারকে পরিবর্তনের বার্তা দিতে চায় বিএনপি। অন্যদিকে নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থার কথা বলছে জাতীয় পার্টি।
এদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের শেষ দিনে নগরীর পাড়া মহল্লা, অলিগলি মুখরিত মাইকিং, পোষ্টার আর ব্যানারে। ঘনকুয়াশা আর কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে চলছে প্রার্থীদের গণসংযোগ প্রচার প্রচারণা। তবে রাত ১২টার পর এবারের মতো শেষ হবে সকল প্রকার প্রচার।
নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের মাঝেও বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। রংপুরবাসীর প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা নির্বাচিত হবেন।
এদিকে নির্বাচন উপলক্ষে প্রশাসনও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ও বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলাকে আচরণবিধি লংঘনের দায়ে দ্বিতীয় দফা শোকজ করা হয়েছে। এছাড়া গত কয়েক দিনে বিভিন্ন প্রার্থীর কাছে আচরণবিধি লংঘনের দায়ে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ২৬ হাজার টাকা।
তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।
রংপুর বেগম রোকেয়া কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং লায়ন্স কিন্ডার গার্টেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আজকের বাজার: এলকে/ ১৯ ডিসেম্বর ২০১৭