রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ সোমবার। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র জমা নেয়া হবে।
গতকাল রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপিসহ ১১ প্রার্থী। জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ ছাড়াও পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও দুইজন।
অন্যদিকে, সাদ এরশাদকে মনোনয়ন দেয়া নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজকের বাজার/এমএইচ