আগেই ঘোষণা হয়েছে ঈদেই মুক্তি পাবে বহুল আলোচিত চলচ্চিত্র ‘রংবাজ’। ঈদের মাত্র বাকি দিন দু'য়েক, অথচ এখনো সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মেলেনি ছবিটির। সেন্সর বোর্ডের সদস্যরা এখনো দেখেননি ছবিটি।
জানা গেছে, ২৪ জুন শনিবার ‘রংবাজ’ ছবির সেন্সর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপরই জানা যাবে ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাচ্ছে কি না? ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ার পর চূড়ান্ত হবে ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে কি না?
‘রংবাজ’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলি। শুরুতে ছবিটির পরিচালক ছিলেন শামীম আহমেদ রনি। পরবর্তীতে পরিচালক সমিতি রনিকে বহিষ্কার করলে ছবিটির পরিচালনার দায়িত্ব নেন আবদুল মান্নান।
ছবিটির বর্তমান পরিচালক আবদুল মান্নান বলেন, ‘আমরা দিন-রাত চেষ্টা করে ছবির কাজ শেষ করেছি। ছবির বেশির ভাগ সম্পাদনার কাজ আগেই শেষ হয়েছে। এখন আশা করছি সেন্সর ছাড়পত্র পেয়ে যাব। ঈদেই দর্শক রংবাজ দেখতে পারবেন।’
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭