চট্টগ্রামের রাউজানে দেশীয় অস্ত্রসহ মো. তারেক নামে এক ‘কিশোর গ্যাং’ লিডারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে, বুধবার রাতে পৌর সদরের আদালত ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তারেক ওই উপজেলার চিকদাইর ইউনয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া এলাকার মো. বারেকের ছেলে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তারেককে আটক করা হয়। তারেক পেশায় রং মিস্ত্রির হেলপার হলেও সে আসলে কিশোর গ্যাংয়ের লিডার। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠান বিচারক। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান