ইসরাইল বুধবার গাজায় হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন থেকে ইহুদি এ রাষ্ট্রে রকেট ও বিস্ফোরক ভর্তি বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইল এ বিমান হামলা চালায়। এসবের মধ্যে হামাসের অস্ত্র তৈরীর একটি কারখানা রয়েছে। গাজায় এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সেনা বাহিনী জানায়, ইসরাইলি বিমান হামলার আগে গাজার জঙ্গিরা ইসরাইলের দক্ষিণাঞ্চলে তিনটি রকেট ও বিস্ফোরক ভর্তি অনেক বেলুন হামলা চালায়। এসব হামলায় হাসপাতাল ও পুলিশ কোন সূত্র থেকেই হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ইসরাইল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণার পর থেকেই গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিদিনই রকেট, মর্টার শেল ও বিস্ফোরক বেলুন হামলা চালানো হচ্ছে। এর জবাবে ইসরাইলও পাল্টা হামলা চালাচ্ছে। চরম পক্ষপাতিত্বমূলক হওয়ায় ফিলিস্তিন মার্কিন পরিকল্পনা পুরোপুরিই প্রত্যাখান করেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান