ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের রকেট হামলার জবাবে রাতে গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সামরিক বাহিনী একথা জানায়। খবর বাসস।
সামরিক বাহিনী আরো জানায়, হামাস বুধবার রাতে ইসরাইলে রকেট হামলা চালিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গাজা থেকে এনিয়ে ছয়বার হামলা চালানো হলো। তারা আরো জানায়, তবে এসব হামলায় কেউ হতাহত বা কোন ক্ষতি হয়নি।
সামরিক বাহিনী জানায়, জবাবে তারা গাজা উপত্যকার উত্তররাঞ্চলে হামাসের একটি নৌ ঘাঁটিতে অনেক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র বলেছে, গাজা সিটির পশ্চিমের একটি নৌ ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।
সূত্র আরো জানায়, ইসরাইল গাজার মধ্যাঞ্চলের তিন স্থান লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে। তারা দক্ষিণের খান ইউনুসেও হামলা চালিয়েছে।
তিনি জানান, এসব হামলায় কেউ হতাহত হয়নি।
রোববার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইলি সৈন্যের হামলায় ফিলিস্তিনের তিন নাগরিক নিহত হয়েছে।
সামরিক বাহিনী জানায়, গত বৃহস্পতিবার ওই সীমান্তে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়।
তারা আরো জানায়, এর আগের দিন ইসরাইলি সৈন্যের হাতে সশস্ত্র চার ফিলিস্তিনি নিহত হয়। এদের একজন সীমান্ত অতিক্রম করে সৈন্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান