ইসরাইল বৃহস্পতিবার গাজায় হামাসের একটি ঘাঁটির বিভিন্ন বাঙ্কারে বিমান হামলা চালিয়েছে। মে মাসের পর এই প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এ বিমান হামলা চালালো। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটির ভূগর্ভস্থ বিভিন্ন বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালায়।
গাজা ভূখন্ড থেকে ছোঁড়া একটি রকেটকে ইসরাইলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঠেকিয়ে দেয়ার পর তারা এ বিমান হামলা চালিয়েছে।
বুধবার সন্ধ্যায় ইসরাইল জানায়, তারা গাজা উপত্যকা থেকে পাল্টা হামলার আশংকায় এই উপকূলে মাছ শিকার নিষিদ্ধ করেছে।