ইসরাইল মঙ্গলবার রাতে গাজায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা বর্ষণ করেছে। ফিলিস্তিন ভূখন্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর পর তারা এ ট্যাঙ্ক হামলা চালালো। ইহুদি এ রাষ্ট্রের সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
হোয়াটসঅ্যাপে দেয়া এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ‘সন্ধ্যার দিকে গাজা উপত্যকা থেকে ইসলাইল ভূখন্ডে রকেট হামলা চালানো হয়।’
এতে বলা হয়, ‘রকেট হামলার জবাবে গাজা উপত্যকার দক্ষিণে হামাসের বিভিন্ন অবস্থানে ইসরাইল ট্যাঙ্ক হামলা চালায়।’
এর আগে ওই রকেট হামলার ব্যাপারে সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন সক্রিয় ছিল না। রকেটটি ভূমিতে আঘাত হানে।
এতে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
অনেক দিন পর এটি ছিল দ্বিতীয় রকেট হামলার ঘটনা।