ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, পৃথিবীতে রক্তের চেয়ে দামি কিছু নেই। রক্ত এবং জীবন এক ও অভিন্ন এবং রক্তদানের চেতনা সার্বজনীন।
এ চেতনা অসাম্প্রদায়িক উল্লেখ করে তিনি বলেন, রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। তাই রক্তদাতাদের এ মূল্যবোধকে আরো সম্প্রসারণ করতে হবে।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত মনোরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জহির উদ্দিন আহমাদ রক্তদাতাদের এ মহতী কাজের প্রশংসা করেন।
অনুষ্ঠানে নিয়মিত স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মুস্তারী চৌধুরী রিমকী ও নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতি জানান থ্যালাসেমিয়ায় আক্রান্ত সুমাইয়া আক্তার সিমি।
অনুষ্ঠানে কমপক্ষে ১০ ও ২৫ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন ২৩২ জন স্বেচ্ছা রক্তদাতাকে আইডি কার্ড, সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। এর মধ্যে ২৫-৩০ শতাংশ আসে স্বেচ্ছায়। ৫০-৫৫ শতাংশ আসে রোগীর আত্মীয়-পরিজনের কাছ থেকে। বাকি ২০-২৫ শতাংশ আসে পেশাদার রক্ত বিক্রেতার কাছ থেকে। রক্তের এ চাহিদার পুরোটাই স্বেচ্ছায় পূরণ হোকÑ কোয়ান্টাম ফাউন্ডেশন সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
এমআর/