আটালান্টা থেকে ১৮ মাসের ধারে রোমায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজ ডি সিলভা। উভয় ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বোনাসসহ প্রায় ১০ মিলিয়ন ইউরোতে এই ট্রান্সফার সম্পন্ন হয়েছে বলে রোমা নিশ্চিত করেছে। ধারের সময় শেষ হবার পর পূর্নাঙ্গ চুক্তিতে ইবানেজ রোমায় থাকবেন কিনা তা পরবর্তীতে ২১ বছর বয়সী ডিফেন্ডারের ওপরই নির্ভর করবে।
২০১৯ সালের জানুয়ারিতে ফ্লামিনেস থেকে আটালান্টায় যোগ দিয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন ইবানেজ। নতুন চুক্তি সম্পর্কে তিনি বলেছেন, ‘রোমা এমন একটি ক্লাব যেখানে আমি যা চাই তার সবকিছুই আছে। আমি নিশ্চিত যে এখানকার সময়গুলো আমি উপভোগ করতে পারবো।’
ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শাকতার দোনেস্কের বিপক্ষে বদলী হিসেবে সর্বশেষ আটালান্টার হয়ে খেলেছেন ইবানেজ। ঐ ম্যাচে জয়ী হয়ে আটালান্টা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’ নিশ্চিত করেছে।
বর্তমানে সিরি-এ টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে রোমা ও আটালান্টা।
আজকের বাজর/লুৎফর রহমান