মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ২১ জন মাদকসেবী ও জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যটালিয়ন (র্যাব)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মঙ্গলবার বিকাল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত জেলার কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে মাদক সেবনের সময় ১৮ জন ও জুয়ার আসর থেকে তিন জনকে আটক করা হয়। পাঁচবিবি উপজেলার আটাপাড়া, রামচন্দ্রপুর এবং উচনা এলাকায় মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা-৩৫ গ্রাম, গাঁজার স্টিক ৩ টি, সিরিঞ্জ ৩টি, কলকি ১টি, লাইটার ৪টিসহ হাতে নাতে আটক মাদকসেবীরা হচ্ছে মেহেদী হাসান (৩২), হামিদুল ইসলাম (১৮), দুখু মিয়া (২২), নাজিম উদ্দিন সরকার (৬০), খায়রুল (৩৫), বেলাল (২১), সামসুজ্জামান (৩২), আবদুস সবুর (২৯), জুলফিকার আলী রক্তিম (৩৫), মাসুদ রানা (২৭), মোঃ বাবুল (৫৫), সেকান্দার আলী (৫৫), রহিদুল ইসলাম (৩৮), মোহাব্বর হোসেন (৪২), মেহেদী হাসান (২০), জামাল উদ্দিন (৫৭), রায়হান (১৮) ও আলামিন (২০)। অপরদিকে, কালাই উপজেলার পুনট উপ স্বাস্থ্য কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জুয়ার আসর থেকে ৩ জনকে হাতে নাতে আটক করে। এরা হচ্ছে আব্দুল আলীম (১৮), বজলুর রশিদ (৩৫) ও আফসার আলী (৩৬)। এ সময় জুয়া খেলার ২ হাজার ৪৫০ টাকা, তাস তিন সেট উদ্ধার করে র্যাব সদস্যরা।