রড, সিমেন্ট ও পাথরের দাম বাড়ার কারণ জানালেন ব্যবসায়ীরা

দেশে গ্যাস বিদ্যুতের উচ্চমূল্যের সঙ্গে কাঁচামাল পরিবহন খরচ বৃদ্ধির কারণে রড, সিমেন্ট ও পাথরের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা বলেন, নির্মাণসামগ্রী সংকটে দেশজুড়ে বেড়েছে অবকাঠামো নির্মাণ ব্যয়ও। তবে সমস্যা সমাধানে শিগগিরই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠকের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এফবিবিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিদ্যুতের দাম আগামিতে আমরা শুনছি, আরেক দফা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তাহলে আরেকটা সমস্যা আমরা দেখতে পাব। গ্যাস আমাকে সাপ্লাই না দিয়ে ওই বাতাসের বিলও আমরা দিচ্ছি। এটাই বাস্তবতা। নির্বাচনী বছর আমরা চাইনা এটা কোনভাবেই অশান্ত হোক।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সিমেন্ট যারা তৈরি করেন, বা রড যারা করেন বিরোধীতা করার কারণে ১৫ দিন ধরে দু টাকা কমিয়েছে। আরে ৫টাকা কমালেও তো হত। ৭০-৬৫ তাহলে ১০ টাকা কমতো। যানবাহনের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কথায় কথায় শাস্তি দেয়ার চিন্তা বাদ দিতে হবে।

এস/