বলিউডের বহুল আলোচিত ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজী যে অন্যতম, তা কিন্তু দর্শক থেকে সমালোচক সবাই জানেন। কিন্তু আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করতে গিয়ে এখন মধুর এক সমস্যায় পড়তে হচ্ছে রণবীর সিংকে।
সম্প্রতি নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করার পর থেকেই তিনি পড়েছেন মহা ফাঁপরে। ছবি মুক্তি পাওয়ার পর এখন নাকি তাকে দেখলেই বাচ্চারা কেঁদে ওঠে।
তিনি জানান, শিশুদের সঙ্গে থাকতে পছন্দ করেন তিনি। তাদের সঙ্গে খেলতেও ভালবাসেন। কিন্তু, পর্দায় হিংস্র খিলজীর চরিত্রে অভিনয় করার পরই এবার তাকে দেখে কাঁদতে শুরু করেছে শিশুরা।
এদিকে ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পর এই ছবিকে ‘যোনি সর্বস্ব’ দাবি করে ফের নতুন বিতর্ক উসকে দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। কিন্তু স্বরাকে নিয়ে বিতর্কের মধ্যে রণবীর বলেন, ছবি নিয়ে স্বরা সমালোচনা করলেও, তার অভিনয়ের প্রশংসা করেছেন। পাশপাশি স্বরা নাকি রণবীরের প্রশংসা করে একটি চিঠিও পাঠিয়েছেন।