সবার পছন্দের ও বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের মারভেল এন্টারটেইনমেন্টের সিনেমা ‘ডেডপুল ২’।
শিগগিরই ডেডপুল ২ সিনেমাটির হিন্দি ডাবিংয়ে তৈরি করবে মারভেল এন্টারটেইনমেন্ট। আর সেখানে ডেডপুলের ব্যক্তিত্ব, স্বভাব এবং ধরনের সঙ্গে মিলিয়ে রণবীর সিংকেই পছন্দ করেছে বলে জানিয়েছে ছবির পরিবেশক প্রতিষ্ঠান ফক্স স্টার স্টুডিও-এর ভারতের প্রধান নির্বাহী বিজয় সিং।
প্রথম কিস্তির পরেই দর্শকদের সুপারহিরো ঘরানার সিনেমা সম্পর্কে ভিন্ন ধারণা তৈরি করে ছবিটি। তুমুল ব্যবসাসফল ছবিটির তৈরি হয়েছে ২য় পর্ব। এখন অপেক্ষা মুক্তির।
ডেডপুল ২ সিনেমায় যুক্ত হচ্ছেন রণবীর সিং। তবে অভিনয়ে নয়, রণবীর সিংয়ের কণ্ঠ শোনা যাবে ডেডপুলের কণ্ঠে। ডেডপুল চরিত্রে অভিনয় করেছেন রায়ন রেনল্ডস। মূলত তার কণ্ঠে হিন্দি ভাষায় ডাবিং করবেন রণবীর।
আজকের বাজার/আর আই এস