আগামী ১৭ এপ্রিল বিয়ে করবেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের। চেম্বুরে পৈতৃক বাড়ি আর.কে.হাউজেই সাত পাকে বাঁধা পড়বেন তারা। বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর বিয়েতে আমন্ত্রিতদের তালিকা নিয়েও জোর গুঞ্জন চলছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, পরিবার ও কিছু কাছের বন্ধুদের নিয়ে বিয়ে সারবেন দুই তারকা। তবে, রিসেপশনে চাঁদের হাট বসতে চলেছে। সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, শাহরুখ খান, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, করণ জোহরের মতো বলিউড সেলিব্রিটিদের নাকি ইতোমধ্যেই আমন্ত্রণ করা হয়েছে। এখন প্রশ্ন হলে, এই বিয়েতে রণবীর কাপুরের ‘প্রাক্তন’ বান্ধবী দীপিকা পাডুকোন কি যাবেন?
বলিউডে ক্যারিয়ারের শুরুর পর্যায়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা। পরে কাপুর পরিবারের ছেলের বিরুদ্ধে সম্পর্ক ভাঙার অভিযোগ করেন তিনি। যদিও পরে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। রণবীর কাপুরের সঙ্গে পরে ছবিও করেন দিপীকা। রণবীর সিংকে বিয়ে করেন তিনি। কিন্তু, তাদের বিয়েতে যাননি রণবীর কাপুর। তাহলে, প্রাক্তন প্রেমিকের বিয়েতে কি উপস্থিত হবেন বলিউডের ‘পদ্মাবতী’? উত্তর দিলেন দিপীকা নিজেই।
বলিউড সুন্দরী বলেন, অনেকদিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি। সেই রিসেপশনের আগে আমাদের কথা হয়েছিল। এরপর আর হয়নি। এটা ও (রণবীর কাপুর)। আমি এখন আর অবাক হই না। এটাই আমাদের মধ্যে সম্পর্ক এবং এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান