শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে অভিনয় করতে চান না টাইগার।করণ জোহর প্রযোজিত ও পরিচালিত দুই নায়ক প্রধান একটি ছবিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হন বলিউড অভিনেতা রণবীর সিং। একই ছবিতে অন্য নায়কের চরিত্রে অভিনয় করার জন্য নাকি টাইগার শ্রফের কাছে প্রস্তাব রেখেছিলেন নির্মাতা।
কিন্তু এখন শোনা যাচ্ছে নির্মাতার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টাইগার। দুই নায়ক প্রধান ছবিতে তিনি অভিনয় করতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন ।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, টাইগার শ্রফ বিনয়ের সঙ্গে জানিয়েছেন যে, টাইগার রণবীর সিং-এর সঙ্গে দ্বিতীয় নায়কের ভূমিকায় অভিনয় করতে চান না।
তবে মজার ব্যাপার হচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত একটি ছবিতে টাইগার শ্রফ ঋত্বিক রোশনের বিপরীতে অভিনয় করছেন। এতে দু’জনের চরিত্রই সমান গুরুত্বপূর্ণ।
এদিকে, টাইগার ও রণবীর দু’জনই আলাদাভাবে ধর্ম প্রোডাকশনের ছবিতে অভিনয় করছেন এখন। টাইগার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ও রণবীর ‘সিম্বা’তে অভিনয়ে ব্যস্ত আছেন।
আজকের বাজার/এসএম