রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে যা বললেন পূজা ভাট

রণবীর-আলিয়ার সম্পর্কই এখন নিত্যদিনই পেজ-থ্রির শিরোনামে উঠে আসছে। সকলেই ‘রণলিয়া’ জুটির প্রেম, বাগদান, বিয়ের খবর নিয়ে জানতে উৎসাহী। রণবীর-আলিয়ার সম্পর্কে সায় রয়েছে কাপুর ও ভাট পরিবারেরও।

তবে সৎ বোন আলিয়ার প্রেম নিয়ে কী মত দিদি পূজা ভাটের? সম্প্রতি, রণবীরের সঙ্গে বোনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তথা পরিচালক পূজা ভাট। পূজা, মহেশ ভাটের প্রথম পক্ষের সন্তান হলেও আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ বন্ধুত্বপূ্র্ণ। মাঝে মধ্যেই আলিয়ার কাজের প্রশংসা শোনা যায় পূজা ভাটের মুখে। এর আগে আলিয়ার অভিনয়ের প্রশংসা করে পূজা বলেছিলেন, ” আলিয়া অসাধারণ অভিনেত্রী। গলি বয়,উড়তা পাঞ্জাব, রাজি সব ছবিতেই অসাধারণ অভিনয় করেছে আলিয়া। ও দিনে দিনে উন্নতি করছে। আমার মনে হয়, ও নিজের হৃদয় দিয়ে ছবিগুলি নির্বাচন করে।” তবে অভিনয় তো না হয় হল, রণবীরের সঙ্গে বোনের প্রেম নিয়ে কী মত পূজার?

পূজা ভাটের কথায়, ”আলিয়া প্রেম করছে সেটা তাঁর একান্তই ব্যক্তিগত বিষয়। আমরা ওর জীবনের কোনও সিদ্ধান্তই নিতে পারি না। আমরা শুধু এইটুকুই খেয়াল রাখতে পারি, যে আলিয়া সুখী ও সুরক্ষিত আছে কিনা?”

প্রসঙ্গত খুব শীঘ্রই মহেশ ভাটের ‘সড়ক-২’-একসঙ্গে অভিনয় করতেও দেখা যাবে আলিয়া ও পূজা ভাটকে। এই ছবিটি হল ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘সড়ক’-এর রিমেক। ১৯৯১ সালে সড়ক ছবিতে দেখা গিয়েছেন সঞ্জয় দত্ত ও পূজা ভাটকে। আর সড়ক-২ পূজা ভাট, সঞ্জয় দত্তর সঙ্গে দেখা যাবে আদিত্য রায় কাপুর ও আলিয়া ভাটকেও।