তাদের মধ্যে প্রেমের গুঞ্জনটা বলিপাড়ার পাপারাজ্জিদের কাছে বড় রসদ। তারা কখন কি করছেন, কোথায় যাচ্ছেন এসব নিয়ে যোগ বিয়োগ করে ফলের জায়গায় লেখা হচ্ছে, প্রেম করছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট।
শুধু পাপারাজ্জিরাই নন বলিউডের অনেক তারকাও এই দুজন প্রেম করছেন বলে ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোতে মনীশ মালহোত্রা আর সোনাক্ষী সিনহা আলিয়া-রণবীরের সম্পর্কের দিকে ইশারা করেছেন। এই দুই বলিউড তারকা মাঝে মাঝে লোকচক্ষুর আড়ালে দেখা করছেন।
কিছুদিন আগে রণবীরকে আলিয়ার বাড়িতে রাত ১১টার সময় ঢুকতে দেখা গেছে। আবার পর দিন সকাল সাতটায় তাকে আলিয়ার বাড়ি থেকে বের হতে দেখা যায়। কয়েক বছর আগে করণ জোহরের শোতে আলিয়া জানান, তিনি রণবীরকে বিয়ে করতে চান।
রণবীরের প্রতি আলিয়ার এই অনুভূতির কথা নীতু কাপুরও জানেন। রণবীরের সাথে কাজ করার প্রসঙ্গে আলিয়া বলেন, আমি সব সময় রণবীরের সঙ্গে কাজ করতে চেয়েছি। ও দুর্দান্ত এক অভিনেতা। আর রণবীর নিজের অভিনীত চরিত্রের মধ্যে একাত্ম হয়ে যায়।
রণবীরের জীবনে প্রেম আসে, আর তা চুপিসারে চলে যায়। এর আগে তার জীবনে এসেছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। কিন্তু এই দুই বলিউড সুন্দরীর সাথে প্রেম বেশি দিন টেকেনি। মাঝে পাকিস্তানি চিত্রতারকা মাহিরা খানের সঙ্গে তার প্রেমের কথা বলিউডের আকাশে-বাতাসে ভেসে বেড়িয়েছে। যদিও রণবীরের ভাষায়, মাহিরা শুধু তার ভালো বন্ধু।
এবার আলিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন বিটাউনে। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া আর রণবীর একসঙ্গে কাজ করছেন। আর এই ছবির শুটিংয়ে এই দুই বলিউড তারকা একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছেন।
তবে এই মন দেওয়া-নেওয়ার খেলা আলিয়ার থেকে শুরু হয়েছে বলে শোনা গেছে। এই বলিউড সুন্দরী রণবীরকে নাকি পছন্দ করতে শুরু করেছেন। শুধু তাই নয় প্রস্তাবটাও নাকি তার তরফ থেকে আগে গেছে।
এদিকে রণবীর কাপুর এ পর্যন্ত বেশ কিছু ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে রণবীর অভিনীত ‘সঞ্জু’ ছবিটি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির টিজারেই বাজিমাত করেছেন এই বলিউড তারকা।
এস/