রতন টাটার যৌবনের ছবিই ভাইরাল

কেউ লিখছেন, আপনি তো দারুণ হ্যান্ডসাম। কেউ লিখছেন, কত মহিলাকে যে কাত করেছেন! কেউ লিখছেন, আপনার চোখে অদ্ভূত ব্যাপার আছে। ইনস্টাগ্রামে রতন টাটা যৌবনের ছবি শেয়ার করতেই কমেন্টের হিড়িক। ৮২ বছরের টাটা নিজেই লিখেছেন, ছবিটি তোলা লস অ্যাঞ্জেলসে।

https://www.instagram.com/p/B7pqb-0nlv4/?utm_source=ig_web_copy_link

সদ্য ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন রতন টাটা। বৃহস্পতিবার পুরনো ছবি পোস্ট করেন অনেকে। সেই ধারা মেনে হ্যাশট্যাগ #ThrowbackThursday করে নিজের ছবি পোস্ট করেছেন টাটা। ক্যাপশনে লিখেছেন,”গতকাল ছবিটি পোস্ট করতে গিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হল, থ্রোব্যাক (অতীত) ছবি বৃহস্পতিবার পোস্ট করতে হয়। তাই এটা লস অ্যাঞ্জেলসে তোলাম আমার ছবি। ভারতে ফেরার ঠিক আগে ছবিটি তুলেছিলাম।”

ছবিতে সাদা টি-শার্ট পরেছেন টাটা। অত্যন্ত সুপুরুষ। নেটিজেনরাও ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। একজন লিখেছেন, চিরকাল আপনি হ্যান্ডসাম। কেউ লিখেছেন, আপনাকে গ্রিক গডের মতো লাগছে। কেউ লিখেছেন, ধন্যবাদ, আপনি ভারতে ফিরে এসেছেন। নভেম্বরেও একটা অতীতের ছবি শেয়ার করেছিলেন টাটা। ওই ছবিটিও তুমুল জনপ্রিয় হয়েছিল ইনস্টাগ্রামে।

https://www.instagram.com/p/B49HmF8Hr5h/?utm_source=ig_web_copy_link

১৯৬২ সালের শেষে দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন রতন টাটা। মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের জন্স অ্যান্ড এমন্সের সংস্থায় কাজ করতেন তিনি। এই ছবিটিও তখনকারই। গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন রতন টাটা।