রথীস চন্দ্র হত্যা: আসামি মিলন মোহনের মৃত্যু

রংপুরে আইনজীবী রথীস চন্দ্র হত্যা মামলার আসামি মিলন মোহন মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে রংপুর মেডিকেলে কারা হেফাজতে আসামি মিলন মোহন মারা যান।

পুলিশ জানায়, ৪ই এপ্রিল অসুস্থতা বোধ করলে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় মিলন মোহন্তকে। ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে।

এদিকে, এ মামলায় রিমান্ডের ৭ দিনের মাথায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি স্কুল শিক্ষক কামরুল ইসলাম। গত ২৯শে মার্চ রাতে আইনজীবী রথীশ চন্দ্রকে হত্যা করে একটি নির্মাণাধীন বাড়ির নিচে পুঁতে রাখা হয়।

এস/