মন্ত্রিপরিষদে রদবদলের আভাস পাওয়া গেছে। মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণ মন্ত্রী হচ্ছেন। এছাড়া বঙ্গভবনে ডাক পেয়েছেন রাজবাড়ীর আওয়ামী লীগ এমপি কেরামত আলী, লক্ষ্মীপুরের এমপি একেএম শাহজাহান কামাল ও তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। সোমবার ডাক পাওয়া এমপিরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তাদের প্রত্যেককে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে থাকতে বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্রের পিএস মোহাম্মদ উল্লাহর বরাত দিয়ে জানা যায়, ‘মঙ্গলবার সন্ধ্যায় স্যারকে বঙ্গভবনে থাকতে বলেছেন মন্ত্রিপরিষদ সচিব।’
ধারণা করা হচ্ছে, ডাক পাওয়া এসব এমপিসহ কয়েকজনকে মন্ত্রী, প্রতিমন্ত্রী করা হতে পারে। গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণ চন্দ্র চন্দকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। ১৬ ডিসেম্বর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক মারা যাওয়ার পর মন্ত্রীর পদ খালি হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে।
এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ খালি আছে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলসহ মন্ত্রিপরিষদে কিছু নতুন মুখ নিয়ে আসা হবে।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮