রনি-জাকিরের হাফ-সেঞ্চুরিতে রংপুরকে ২০৬ রানের টার্গেট দিলো সিলেট

দুই ব্যাটার রনি তালুকদার ও জাকির হাসানের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসরের সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ২০৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের নবম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে সিলেট। রনি ৫৪ ও জাকির ৫০ রান করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার রনি তালুকদার ও স্কটল্যান্ডের জর্জ মুনসি। ৩০ বলে ৪৭ রান যোগ করেন তারা।

পঞ্চম ওভারের শেষ বলে মুনসিকে থামিয়ে রংপুরকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার আকিফ জাভেদ। ১টি চার ও ২টি ছক্কায় ১২ বলে ১৮ রান করেন মুনসি।

তিন নম্বরে নামা জাকির হাসানকে নিয়ে সিলেটের রানের চাকা সচল রাখেন রনি। ৩০ বলে টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেন রনি। রংপুরের স্পিনার মাহেদি হাসানের বলে এলবিডব্লিউ হন ৭টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৫৪ রান করা রনি। দ্বিতীয় উইকেট জুটিতে জাকিরের সাথে ২৩ বলে ৪১ রান যোগ করেন রনি।

তৃতীয় উইকেটে পল স্টার্লিংকে নিয়ে ৩১ বলে ৩৬ রানের জুটিতে সিলেটের রান ১শ পার করেন জাকির। ২টি চারে ১৬ বলে ১৬ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হন স্টার্লিং।

১৪তম ওভারে দলীয় ১২৪ স্টার্লিং ফেরার পর ক্রিজে জাকিরের সঙ্গী হন অ্যারন জোন্স। দলের বড় সংগ্রহের পথ তৈরি করতে রংপুরের বোলারদের উপর চড়াও হন জাকির ও জোন্স। ২৯ বলে ৪৭ রানের জুটিতে দলের রান ১৭১ রানে নেন তারা। ৩৬ বলে টি-টোয়েন্টিতে সপ্তম অর্ধশতক করে সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হন জাকির। ৪টি ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৫০ রান করেন জাকির।

আকিফের করা ইনিংসের শেষ ওভার থেকে ৪টি ছক্কায় ২৭ রান তুলেন জোন্স ও জাকের আলি। এরমধ্যে জাকের ৩টি ও জোন্স ১টি ছক্কা মারেন। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পায় সিলেট। এবারের বিপিএল চতুর্থবার দলীয় রান ২’শ স্পর্শ করলো।

৪টি চার ও ১টি ছক্কায় জোন্স ১৯ বলে ৩৮ এবং ৩টি ওভার বাউন্ডারিতে ৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন জাকের।

সাইফুদ্দিন ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। (বাসস)