রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি ৩১ গন্তব্যে

বাংলাদেশ থেকে সাধারণত ৫৭টি দেশে পণ্য ও সেবা রপ্তানি হয়ে থাকে। এইসব দেশে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হলে অর্জিত হয় রপ্তানির সামগ্রিক লক্ষ্যমাত্রা।

তবে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওই ৫৭ গন্তব্যের ৩১টিতেই অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা। তবে বাকি ২৬টি গন্তব্যে লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা এসেছে।

ইপিবির তথ্য বলছে জুলাই-সেপ্টেম্বর সময়ে ক্যানবেরাম অটোয়া, তেহরান, লন্ডন, মাদ্রিদ, ওয়াশিংটন, এথেন্স, ব্রাজিলিয়া, হংকং, নাইরোরি,কুয়েত, বৈরুত, আম্মান, মালি, পোর্ট লুইস, মেক্সিকো সিটি, হাগ, মাসকট, মানামা, কায়রো, সিউল, ত্রিপলি, দোহা, প্রিটোরিয়া, তাসখন্দ ও নিউইয়র্কের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

আর জুলাই-সেপ্টেম্বর সময়ে যে ৩১টি গন্তব্যে রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- বার্লিন, ইয়াংগুন, সিঙ্গাপুর, নয়া দিল্লি, কুয়ালামপুর, প্যারিস, মস্কো, ম্যানিলা, জাকার্তা, লিসবন, ভিয়েনা, থিম্পু, রাবাত, হ্যানোয়, কাঠমাণ্ডু, ইসলামাবাদ, রিয়াদ, কলোম্ব, বেইজিং, দুবাই, জেনেভা, ব্রাসেলস, টোকিও, বাগদাদ, রোম, ও স্টোকহোম।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, আলোচ্য সময়ে দেশ থেকে সামগ্রিকভাবে রপ্তানি হয়েছে, ৮৬৬ কোটি ২৭ লাখ ডলারের পণ্য। অথচ এই সময়টাতে রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ৮৯১ কোটি ৬০ লাখ ডলার।

২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৩ মাসের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের রপ্তানি আয় ৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৮০৭ কোটি ৮৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এ করাণেই লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বার্লিন, ইয়াংগুন, সিঙ্গাপুর, নয়া দিল্লি, কুয়ালামপুর, প্যারিস, মস্কো, ম্যানিলা, জাকার্তা, লিসবন, ভিয়েনা, থিম্পু, রাবাত, হ্যানোয়, কাঠমাণ্ডু, ইসলামাবাদ, রিয়াদ, কলোম্ব, বেইজিং, দুবাই, জেনেভা এই ২১ গন্তব্যে গতবছরের তুলনায় রপ্তানি বেড়েছে।

ইপিবির তথ্য অনুসারে, বিশ্বে বাংলাদেশের যে ১৮ মিশনে বাণিজ্যিক কর্মকাণ্ড আছে তার মধ্যে মাত্র ৬টি মিশন রপ্তানি লক্ষ্যমাত্র পূরণ করতে পেরেছে। আর বাকি ১২ মিশনই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

বাণিজ্যিক কার্যক্রম থাকা যে ৬টি মিশন লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে সেগুলো হল-ক্যানবেরা, অটোয়া, তেহরান, লন্ডন, মাদ্রিদ ও ওয়াশিংটন।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে বার্লিন থেকে। এই সময়ে ওই গন্তব্য থেকে মোট ১৫১ কোটি ৬১ লাখ ডলার রপ্তানি আয় এসেছে। এরপরেই ওয়াশিংটনে রপ্তানি করে আয় হয়েছে ১৪৬ কোটি ৭০ লাখ ডলার। আর এই সময়ে লন্ডনে রপ্তানি করে এসেছে ১০৭ কোটি ৬৭ লাখ ডলার।

এর পরে ইতালি মিশন থেকে আয় হয়েছে ৩৭ কোটি ৪৩ লাখ ডলার। অটোয়া মিশন থেকে আয় হয়েছে ২৮ কোটি ৪২ কোটি ডলার, হেগে রপ্তানি করে আয় হয়েছে ৩২ কোটি ২৯ লাখ ডলার আর দিল্লিতে রপ্তানি করে আয় হয়েছে ১৫ কোটি ৪৮ লাখ ডলার।

আজকের বাজার:এলকে/এলকে ৩১ অক্টোবর ২০১৭