আগের দিন আব্দুর রাজ্জাকের রেকর্ড গড়া ৭ উইকেটের দিনে ২২৪ রানেই গুটিয়ে গিয়েছিল রংপুর। তবে শেষ বিকেলে ২৪ রানে দুই উইকেট হারিয়ে দিনশেষ করা খুলনাও বিপর্যয়ের ঈঙ্গিতই দিচ্ছিলো, হয়েছেও তাই দ্বিতীয় দিন লাঞ্চের আগেই নেই ৮ উইকেট সর্বসাকূল্যে স্কোরবোর্ডে রান উঠেছে ৮০।
হাতে ৮ উইকেট নিয়ে ঠিক ২০০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করা খুলনা রবিউল হক, সাজেদুল ইসলামদের তোপে ১০০ রানের নিচে অলআউটের শঙ্কায় আছে। আগের দিন ১৪ রানে অপরাজিত থাকা এনামুল হক বিজয় করতে পারেননি ২১ রানের বেশি। ১ রানে অপরাজিত তুষার ইমরান ফিরেছেন ১০ রান করে।
এরপর নিয়মিত বিরতিতে চলতে থাকে আসা যাওয়ার মিছিল। উইকেট শিকারে যোগ দেন কখনো রবিউল হক তো কখনো সাজেদুল ইসলাম, মুকিদুল, আরিফুল হকরা। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ বলে এনামুলের ২১ রানের ইনিংসটি।
১৭ রানে অপরাজিত আছেন মেহেদি হাসান ও শূন্য রানে রুবেল হোসেন। রংপুরের হয়ে ইতোমধ্যে ২৪ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন রবিউল হক, ১৩ রানে সাজেদুল ইসলামের শিকার দুটি। একটি করে উইকেট ভাগাভাগি করেন মুকিদুল ইসলাম ও আরিফুল হক।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাকের স্পিন ঘূর্ণিতে দিশেহারা রংপুর বিভাগ ২২৪ রানের বেশি করতে পারেনি। ৬৯ রান খরচায় ৭ উইকেট তুলে নেন আব্দুর রাজ্জাক। যার ৬ষ্ঠ উইকেটটি দিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
আজকের বাজার/আরিফ