রবিবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর শাহবাগ থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা জানান।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং কর্তব্যরত ব্যক্তি ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না।
ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় এলাকার তল্লাশি করবে পুলিশ। শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, হাইকোর্ট ও রুমানা ক্রসিংয়ে এই তল্লাশি চলবে।
বলেন, ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস আগের মতোই চলাচল করবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।
সাংবাদিকদের জন্য বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং প্রিন্ট ও পাস পাওয়া সাপেক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্ধারিত সংখ্যক প্রতিনিধি ভোটকেন্দ্রের নির্ধারিত জায়গায় উপস্থিত থাকতে পারবেন। আবেদন সাপেক্ষে একটি টেলিভিশন চ্যানেলের জন্য সর্বোচ্চ চারটি ক্যামেরা ইউনিটকে এবং প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বাধিক দুইজন সাংবাদিককে পরিচয়পত্র দেওয়া হবে।
উল্লেখ্য, ১১ মার্চ অনুষ্ঠিত হতে হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজকের বাজার/মিথিলা