দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি’র এন্টারপ্রাইজ বিজনেস সার্ভিস অ্যান্ড সলিউশন গ্রহণ করতে সম্প্রতি একটি চুক্তি করছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের কর্মীরা রবি’র কর্পোরেট সংযোগসহ বিভিন্ন এন্টারপ্রাইজ সল্যুশন, বিশেষ কল রেট, বিশেষ ডেটা বান্ডেল প্যাক এবং আরও অনেক ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।
রাজধানীর রবি কর্পোরেট অফিসে কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউল হক চৌধুরী এবং রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এ সময় রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল, এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান, কমিউনিটি ব্যাংকের এসইভিপি ও চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ আবদুল কাইয়ুম খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।