রবি আজিয়াটা লিমিটেড এবং গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে। চুক্তির আওতায় রবি’র মোবাইল বেইজড এন্টারপ্রাইজ সল্যুশন, ডেটা সেবাসহ ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগের সুযোগ পাবেন গ্লোব ফার্মাসিউটিক্যালস’র কর্মীরা।
রাজধানীর তেজগাঁও-এ গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালায়ে কোম্পানির চেয়ারম্যান হারুনুর রশিদ এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের গ্রুপ ডাইরেক্টর সামির আল রশিদ, ডাইরেক্টর আবদুল্লাহ আল রশিদ, রবি’র ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট বিজনেস) মোহাম্মদ ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার (কর্পোরেট বিজনেস) মোঃ মনিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার (কর্পোরেট কেয়ার ও এইচভিসি) আজমত উল্লাহ খান এবং একাউন্ট ম্যানেজার (কর্পোরেট বিজনেস) আতিয়া রহমান।