রবির গ্রাহকরা এখন থেকে ওয়েলবিইং ফার্মেসির নিজস্ব আউটলেট থেকে ওষুধ ও অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ধন্যবাদ প্রোগ্রামের আওতায় অফারটি এনেছে রবি।
এ উপলক্ষে রাজধানীর রবির কর্পোরেট অফিসে সম্প্রতি কোম্পানিটির কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস’র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ এবং ওয়েলবিইং ফার্মেসির বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার শফিকুর রহমান জিকো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এ সময় রবির লয়্যালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার শাহাদাত মজুমদার ও আহমেদ ইউ চৌধুরী এবং ওয়েলবিইং ফার্মেসির বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র এক্সকিউটিভ মো: নঈম উদ্দিন আহমেদ ও এক্সকিউটিভ সরাফ তাসনিম উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ফার্মা এবং হেলথকেয়ার লিমিটেডের একটি ট্রেডমার্ক প্রতিষ্ঠান হচ্ছে ওয়েলবিইং ফার্মেসি। এটি বাংলাদেশের প্রথম কমিউনিটি-ভিত্তিক চেইন শপ ফার্মেসি। ফার্মেসিটি ২০১৮ সালের এপ্রিলে যাত্রা শুরু করে। এটি ইউনাইটেড গ্রæপের একটি প্রতিষ্ঠান।