রবীন্দ্রনাথকে নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তীর দুদিন আগে কবিকে নিয়ে আবেগঘন পোস্ট লিখেছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট লিখে কবিকে স্বশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন।

বিগ বি-র লেখায় উঠে এসেছে বিশ্বকবির জীবন, তাঁর লেখনী সম্পর্কিত নানা কথা। কবি প্রসঙ্গে লিখতে গিয়ে স্মৃতির সাগরে ডুব দিয়েছেন মেগাস্টার।

অমিতাভ পিকু ছবির জন্যে শ্যুট করতে গিয়েছিলেন জোড়াসাঁকোয় কবিগুরু জন্মভিটেয়। সেখানে শ্যুটিংয়ের মুহূর্ত, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা একাধিকবার বলেছেন অমিতাভ বচ্চন।

শুধু স্মৃতি রোমন্থন নয়, তিনি লিখেছেন, রবীন্দ্রনাথের ভাষা ও সাহিত্যে অবদান শুধু বাংলাকে সমৃদ্ধ করেছে এমন নয়, গোটা ভারতের সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে রবীন্দ্রনাথের লেখনীতে।

সেইসময় এতটা প্রগতিশীল ভাবনা একটা মানুষ কীভাবে ভাবতে পেরেছেন, সেটাই অবাক করেছে বিগ বিকে। সবাই ভূয়শী প্রশংসাও করেছেন।

আরএম/