তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিম উদ্দীন মালিথার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
নাসিম চ্যানেল আইয়ের সংবাদ প্রযোজনা বিভাগে কর্মরত চকোর মালিথার বাবা।
শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মালিথার মৃত্যু হয়। অধ্যাপক মালিথার বয়স হয়েছিল ৭৪ বছর।
তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।