সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ক্লাস আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে। গতকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়টির ভর্তি শুরু হয়েছে।
শাহজাদপুর উপজেলাবাসির স্বপ্নের এ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নব নির্মিত ৪ তলা ভবনে। সে অনুযায়ী এ ভবনটিকে প্রস্তুতও করা হয়েছে। ছোটখাট কাজ ছাড়া প্রায় সব আয়োজন সম্পন্ন হয়েছে।
ইতিমধ্যেই ওই ভবনের তৃতীয় তলায় রেজিষ্টার সোরহাব হোসেনের উপস্থিতিতে রোববার সকাল থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
কলা অনুষদের তিনটি বিষয়ে মোট ১১৪ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ক্লাস শুরুর জন্যে ইতিমধ্যেই তিনটি বিষয়ে ৩ জন করে মোট ৯ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
রবীন্দ্র অধ্যায়ন, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায় এ দুটি বিষয়ের ক্লাস এ কলেজে নেয়া হবে। আর অর্থনীতি বিষয়ের ক্লাস পার্শ্ববর্তী মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজে নেয়া হবে।
জানা গেছে, রোববার পর্যন্ত অর্থনীতি বিষয়ে ৬ জন, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিষয়ে ৪ জন এবং রবীন্দ্র অধ্যায়ন বিষয়ে ৫ জন মোট ১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
আরএম/