পবিত্র রমজানের ঈদের পরই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের অক্টোবরে মাসের মধ্যে এই তিন সিটির মেয়াদ উত্তীর্ণ হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মে পবিত্র রমজান মাস শুরু হবে। আর ১৬ বা ১৭ জুন ঈদুল ফিতর হতে পারে।
শনিবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে এক কমিশন সভায় এই প্রাথমিক সিদ্ধান্ত নেয় নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এই প্রতিষ্ঠান।
ইসি সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৮ অক্টোবর, রাজশাহীর ৫ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী করপোরেশনের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় নির্বাচন করতে হবে।
রাজশাহীতে প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ অক্টোবর। সে হিসাবে দিন গণনা শুরু হবে ৯ এপ্রিল। সিলেটে প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ অক্টোবর, সে হিসাবে দিন গণনা শুরু হবে ১১ এপ্রিল এবং বরিশাল সিটিতে প্রথম সভা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর, সে হিসাবে ২৭ এপ্রিল থেকে নির্বাচনের দিন গণনা শুরু হবে।
২০১৩ সালের ১৫ জুন একই দিন সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এমআর/