পবিত্র রমজান মাসে দেশের অধস্তন আদালতসমূহ ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসের জন্য অধস্তন আদালতসমূহ ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে দেশের অধস্তন আদালতে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ থেকে ৩ টা পর্যন্ত আদালতে কোর্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত কোর্টে অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
আজকের বাজার/এমএইচ