রমজানে সরকারি অফিস: ৯টা থেকে সাড়ে ৩টা

পবিত্র মাহে রমজান মাসে অফিসের নতুন সময়সূচি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, সকল সরকারি, অধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

আজ সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী দুপুর সোয়া ১টা থেকে নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। সকল সরকারি, অধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই সময়সূচি প্রযোজ্য হবে। তবে সুপ্রম কোর্ট, হাসপাতাল, ব্যাংক, বীমা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই অফিস সময় নির্ধারণ করবে।

উল্লেখ, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে থেকে রমজান শুরু হতে পারে।

আজকের বাজার/একেএ/এস