আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন, বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন। আজ শনিবার (১৪ মার্চ) বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাণিজ্য সচিব বলেন, পবিত্র রমজান মাসের বাজার মনিটরিং কমিটির সদস্যরা প্রতি রবিবার বৈঠকে বসবেন। মোট ২৮টি টিম সারা দেশে পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করবে। ‘রমজান মাসে ৭-৮ জনের একটি দলে আমি নেতৃত্ব দেব। চলতি বছরে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সাধারণ মানুষের ওপর বোঝা তৈরি করতে চাই না,’ তিনি যোগ করেন।
সচিব আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে গত ১০ বছরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সক্ষমতা ১০ গুণ বেড়েছে।
এ সময় টিসিবির মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, প্রতিষ্ঠানটি তাদের পূর্ববর্তী কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা ২০২০ সালের ভোক্তা -অধিকার দিবসটি পালনের জন্য অনেক কর্মসূচি গ্রহণ করেছি, কিন্তু করোনাভাইরাসের কারণে রবিবার এটি ছোট আকারে পালন করা হবে।’ সূত্র – ইউএনবি।
আজকের বাজার/এ.এ