রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাসে পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ১ টা ২০মিনিট পর্যন্ত দেশের উভয় বাজারে লেনদেন হবে।

সোমবার (২০ মার্চ) বিএসইসি সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন সময়সূচি অনুযায়ী রমজানে সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।আর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর আগের নিয়মেই চলবে লেনদেন বলে জানানো হয়েছে।